Tolly Gossip: ‘ঝড় থেমে যাবে’, শোভনের নতুন প্রেম, কেমন আছেন স্বস্তিকা?
Swastika-Shovan: পাহাড়ি ঝর্ণার মতো উত্তাল প্রেম ছিল তাঁদের। একসঙ্গে মিনি ট্রিপ থেকে শুরু করে মধ্যরাতে রাস্তার পাশের চায়ের দোকান-- শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্ত প্রেমে পড়ার কিছু দিনের মধ্যেই অফিসিয়াল করে দিয়েছিলেন তাঁদের সম্পর্ক। ইন্ডাস্ট্রিতে আজও কান পাতলে শোনা যায়, তাঁদের নাকি বিয়েরও পরিকল্পনা ছিল কিছু বছর পর।
পাহাড়ি ঝর্ণার মতো উত্তাল প্রেম ছিল তাঁদের। একসঙ্গে মিনি ট্রিপ থেকে শুরু করে মধ্যরাতে রাস্তার পাশের চায়ের দোকান– শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্ত প্রেমে পড়ার কিছু দিনের মধ্যেই অফিসিয়াল করে দিয়েছিলেন তাঁদের সম্পর্ক। ইন্ডাস্ট্রিতে আজও কান পাতলে শোনা যায়, তাঁদের নাকি বিয়েরও পরিকল্পনা ছিল কিছু বছর পর। যদিও তাঁদের প্রেম টেকেনি। শোনা যায়, শোভনের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। যদিও সময় এগিয়ে গিয়েছে নিয়মমাফিকই। শোভন এখন সোহিনী সরকারের সঙ্গে নতুন সম্পর্কে। ওদিকে স্বস্তিকার দিন কাটছে ভরপুর ব্যস্ততায়। হাতে বেশ কিছু ওয়েব সিরিজের অফার রয়েছে তাঁর। দম ফেলার ফুরসৎ নেই। মা অসুস্থ ছিলেন কয়েক দিন আগে। তা সামলে নিয়ে দীপাবলি কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। সে যাই হোক, কয়েকদিন ধরে যখন শোভন ও সোহিনীর নতুন প্রেম নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল তখন স্বস্তিকা ঠিক কী করেছেন? ইনস্টা জানান দিচ্ছে, দীপাবলির দিন বাড়িতে ছোট কে পুজো হয়েছে তাঁদের। বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে। সব মিলিয়ে ওই বিশেষ দিনটিতে বাড়িতেই ছিলেন তিনি।
ওরা বলে রাত হলে নাকি মনে পড়ে যায় সব পুরনো কথা? প্রতিটি রাত নাকি বয়ে বেড়ায় অব্যক্ত কথার বেদনা? সত্যিই কি তাই? স্বস্তিকা শেয়ার করেছেন কিছু কথা। যে কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “কোনও কোনও দিন, নিজেদের খুঁজে পাওয়া যায় না। ভয় লাগে, ক্লান্ত লাগে। বিশ্রাম পেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। সাহায্য পেলে আগুন হয়তো আবার জ্বলে উঠবে, সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ও থেমে যাবে। আর সেই সময়ই হয়তো তোমার মনে হতে পারে ভিতরের ওই ঝড় আসলে উপহার ছিল।” সম্পর্ক ভাঙা-গড়া, তৃতীয় ব্যক্তি– এই সব কিছু নিয়েই স্বস্তিকা এর আগে কিছুই বলেননি। নীরবতা বজায় রেখেছেন। তাই অতীতকে ভুলে তিনি এখন ভবিষ্যতের মুখাপেক্ষী। কাজই ঘিরে আছে তাঁর জীবন। ‘
View this post on Instagram