বর্তমানে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে মানুষ বেসরকারি সংস্থার উপরই বেশি নির্ভরশীল। স্নায়ুর রোগকে ধীরে-ধীরে স্বাভাবিক করে তোলার জন্য অধিকাংশ সময়ই ফিজিওথেরাপি করার পরামর্শ দেন চিকিত্সকরা। শুধু তাই-ই নয়, ফিজিওথেরাপি ছাড়াও আরও অনেক উন্নত চিকিত্সাপ্রণালী রয়েছে। যে পরিষেবাগুলি সরকারি হাসপাতালে নয়, হাসপাতালের বাইরের কোনও ক্লিনিক থেকে বেশি টাকা দিয়ে নিতে বাধ্য হয় রোগীর পরিবার। তবে এবার আর সেই চিন্তার কোনও কারণ নেই। সময়ের সঙ্গে-সঙ্গে অনেক কিছু বদলে যাচ্ছে। বদলাচ্ছে সরকারি চিকিত্সামহলও। সম্প্রতি এসএসকেএমের অ্যানেক্স-২ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২০টি বেড নিয়ে চালু হল নয়া নিউরো- রিহ্যাব বিভাগ। স্নায়ুরোগে আক্রান্তদের মুশকিল আসান করতেই এই অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। দেশের এই প্রথম একটি সরকারি হাসপাতালে নিউরো-রিহ্যাব, পেডিয়াট্রিক-রিহ্যাব ও পালমেনারি রিহ্যাব বিভাগ এবার শুরু হল এই শহরেই।
এখনও পর্যন্ত জানা গিয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আপাতত ২০টি বেড থাকলেও আগামী দিনে আরও বেড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনডোরে পুরুষদের জন্য ১৮টি ও মহিলাদের জন্য ১৭টি করে মোট ৩৫টি বেড চালু করা হবে। থাকছে আউটডোর পরিষেবাও। নিউরো ও পেডিয়াট্রিক রিহ্যাব চালু হয়েছে। কয়েকদিনের মধ্যেই চালু হবে ১৫ বেডের পালমোনারি রিহ্যাব। নয়া বিভাগটি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন IPGMER এর ডিরেক্টর মণিময় বন্দোপাধ্যায়। ফিজিকাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশন এর বিভাগীয় প্রধান জানিয়েছেন, একসঙ্গে এভাবে তিন বিভাগের রিহ্যাব কেন্দ্র দেশে কোথাও নেই। একই সঙ্গে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি ও প্রতিস্থাপন সংক্রান্ত ওয়ার্কশপও তৈরি হয়েছে। সাধারণ মানুষদের নিখরচায় আন্তর্জাতিক মানের চিকিৎসা মিলবে এবার।
প্রসঙ্গত, মুম্বই ও বেঙ্গালুরু ছাড়া দেশের অন্য কোথাও নিউরো-রিহ্যাবের ব্যবস্থা নেই। এবার গ্রামের মানুষ থেকে শহরের বাসিন্দারা আলাদা করে নিউরো রিহ্যাবের ব্যবস্থা ও পরিষেবা পাবেন। শিশু থেকে প্রবীণ, সকলেই এই পরিষেবার অন্তর্গত। সেরিব্রাল পলসি-সহ বিভিন্ন স্নায়ুর সমস্যা, প্রস্থেটিক্স ও অর্থোটিক্স তৈরির ওয়ার্কশপও তৈরি করা হয়েছে। রয়েছে নির্দিষ্ট অপারেশন থিয়েটারও। মানে এক ছাদের তলায় নিউরো-হ্যাবের সব ব্যবস্থা পাওয়া যাবে এখানে।
অত্যাধুনিক মানের এই নয়া বিভাগে কী-কী থাকছে?
1. অপারেশন থিয়েটার 2. ইন্টারভেনশনাল রুম 3. মডার্ন রুম 4. প্রস্থেটিকস অ্যান্ড অর্থটিক্স ওয়ার্কশপ 5. অকুপেশনাল থেরাপি 6. আধুনিক জিম 7. ফিজিওথেরাপি ইউনিট
চিকিৎসা ও পুনর্বাসনের এই কর্মযজ্ঞে কোন ধরনের রোগীরা কী-কী চিকিৎসা পাবেন, তা এক নজরে…
নিউরো-রিহ্যাবে যে সবকিছুর চিকিৎসা মিলবে-
1. স্ট্রোক 2. মাল্টিপল স্কেরোলিস 3. মেরুদণ্ড ও মস্তিষ্কের আঘাত 4. মোটর নিউরন ডিজিজ 5. পারকিনসন্স ডিজিজ 6. নার্ভ ইনজুরি 7. পেন ম্যানেজমেন্ট
পেডিয়াট্রিক রিহ্যাবে যে সবকিছুর চিকিৎসা মিলবে-
1. মেরুদণ্ডের আঘাত 2. মস্তিষ্কের আঘাত 3. সেরিব্রাল পলসি 4. জুভেনাইল আর্থরাইটিস 5. ডেভলপমেন্টআল ডিসঅর্ডার 6. জন্মগত স্নায়ু ত্রুটি 7. পেন ম্যানেজমেন্ট
পালমোনারি রিহ্যাবে থাকছে-
1. COPD পুনর্বাসন 2. অ্যাজমা 3. পালমোনারি হাইপারটেনশন 4. সিস্টিক ফাইব্রোসিস 5. যন্ত্রণা উপশম