বার বার বমিভাব, শরীরে ফ্যাটি লিভার বাসা বাঁধছে না তো?

Fatty Liver Symptoms: ফ্যাটি লিভার রোগটি আসলে কী? এতে লিভারে ফ্যাট জমে। সহজভাবে বলতে গেলে লিভারে জমে ট্রাইগ্লিসারাইডস। এবার ফ্যাট জমার কারণে লিভার নিজের কাজ ঠিকমতো করে উঠতে পারে না। আর তারফলেই একটা সমস্যা দেখা যায়। তবে বুঝবেন কীভাবে যে আপনার শরীরেও বাসা বাঁধছে ফ্যাটি লিভার?

| Updated on: Feb 06, 2024 | 2:28 PM
আজকাল প্রায় প্রতিটা ঘরে ঘরেই কোনও না কোনও ব্যক্তির ফ্যাটি লিভার রয়েছে। প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হয়ে যান। কিন্তু লক্ষণ বুঝে উঠতে পারেন না অনেকেই।

আজকাল প্রায় প্রতিটা ঘরে ঘরেই কোনও না কোনও ব্যক্তির ফ্যাটি লিভার রয়েছে। প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হয়ে যান। কিন্তু লক্ষণ বুঝে উঠতে পারেন না অনেকেই।

1 / 8
প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ বুঝে উঠতে না পারলেও, অসুখ একটু এগিয়ে গিয়ে থাকলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে।

প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ বুঝে উঠতে না পারলেও, অসুখ একটু এগিয়ে গিয়ে থাকলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে।

2 / 8
ফ্যাটি লিভার রোগটি আসলে কী? এতে লিভারে ফ্যাট জমে। সহজভাবে বলতে গেলে লিভারে জমে ট্রাইগ্লিসারাইডস। এবার ফ্যাট জমার কারণে লিভার নিজের কাজ ঠিকমতো করে উঠতে পারে না।

ফ্যাটি লিভার রোগটি আসলে কী? এতে লিভারে ফ্যাট জমে। সহজভাবে বলতে গেলে লিভারে জমে ট্রাইগ্লিসারাইডস। এবার ফ্যাট জমার কারণে লিভার নিজের কাজ ঠিকমতো করে উঠতে পারে না।

3 / 8
আর তারফলেই একটা সমস্যা দেখা যায়। তবে বুঝবেন কীভাবে যে আপনার শরীরেও বাসা বাঁধছে ফ্যাটি লিভার? বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থায় কোনও লক্ষণই দেখা যায় না।

আর তারফলেই একটা সমস্যা দেখা যায়। তবে বুঝবেন কীভাবে যে আপনার শরীরেও বাসা বাঁধছে ফ্যাটি লিভার? বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থায় কোনও লক্ষণই দেখা যায় না।

4 / 8
শরীরে এই রোগ বাড়তে শুরু করলে পেটের ডানদিকে ব্যথা, হজমে সমস্যা, অনেকে আবার গ্যাসও হয়। সেই সঙ্গে বমি বমিভাবও থাকে। তবে বহু ক্ষেত্রেই তেমন কোনও সমস্যা থাকে না।

শরীরে এই রোগ বাড়তে শুরু করলে পেটের ডানদিকে ব্যথা, হজমে সমস্যা, অনেকে আবার গ্যাসও হয়। সেই সঙ্গে বমি বমিভাবও থাকে। তবে বহু ক্ষেত্রেই তেমন কোনও সমস্যা থাকে না।

5 / 8
একেবারেই খিদে পায় না। সব সময় পেট ভর্তি আছে, এমনটাই মনে হয়। সেই সঙ্গে প্রায়শই খাবার পরে বমি বমিভাব মনে হয়। এছাড়াও ফ্যাটি লিভারের ক্ষেত্রে খাবার হজম হতে সময় লাগে।

একেবারেই খিদে পায় না। সব সময় পেট ভর্তি আছে, এমনটাই মনে হয়। সেই সঙ্গে প্রায়শই খাবার পরে বমি বমিভাব মনে হয়। এছাড়াও ফ্যাটি লিভারের ক্ষেত্রে খাবার হজম হতে সময় লাগে।

6 / 8
সারাক্ষণ ক্লান্ত মনে হয়। সারারাত ভাল করে ঘুমনোর পরেও সকালে ঘুম থেকে উঠে অনেকটাই ক্লান্তি বোধ হয়। সবসময় দুর্বল এবং ক্লান্ত হওয়াও ফ্যাটি লিভারের লক্ষণ।

সারাক্ষণ ক্লান্ত মনে হয়। সারারাত ভাল করে ঘুমনোর পরেও সকালে ঘুম থেকে উঠে অনেকটাই ক্লান্তি বোধ হয়। সবসময় দুর্বল এবং ক্লান্ত হওয়াও ফ্যাটি লিভারের লক্ষণ।

7 / 8
এই রোগ থাকলে ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। যেমন- তেল, মাখন, ঘি, বাইরের খাবার ইত্যাদি। এছাড়া বেশি উষ্ণতায় রান্না করা খাবার যেমন- চিপস জাতীয় খাবার খাওয়া যাবে না।

এই রোগ থাকলে ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। যেমন- তেল, মাখন, ঘি, বাইরের খাবার ইত্যাদি। এছাড়া বেশি উষ্ণতায় রান্না করা খাবার যেমন- চিপস জাতীয় খাবার খাওয়া যাবে না।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...